সরকারী রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা, পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানি ভাতা প্রদানের দাবীতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে বোরহানউদ্দিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ব্যানারে ওই কর্মসূচী পালন করা হয়। ওই সময় সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন পৌরসভায় আসা বিভিন্ন শ্রেণি পেশার লোক।
বোরহানউদ্দিন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিতে কর্ম বিরতি শেষে বক্তৃতা করেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আ. সাত্তার, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, বোরহানউদ্দিন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনজুর হোসেন প্রমুখ। ওই সময় বক্তারা তাদের যোক্তিক দাবী না মানা পর্যন্ত চলমান কর্মসূচী আরো কঠোর হবে বলে জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।