ভোলার তজুমদ্দিনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করার ঘটনায় মামলা দায়েরের পর দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘোষের হাওলা গ্রামে জমিজমা বিরোধের জেরে শনিবারে মোঃ অহিদুল ইসলামকে প্রতিপক্ষ লোকেরা বাড়িতে একা পেয়ে সুপারি গাছের সাথে বেঁধে মারপিটের করে।
এঘটনায় অহিদুলের স্ত্রী লাভনী বেগম বাদী হয়ে আটজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রবিবার ভোর ৬টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন, আব্দুল্যাহ আল আজাদ এবং এএসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে অভিযুক্ত রতনের ছেলে মোঃ নিরব ও দিল মোহাম্মদের ছেলে মোঃ কা নকে আটক করে। পরে তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।