ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নে উচালিয়াপাড়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানাবিধ সমস্যা দীর্ঘদিন যাবত।বিগত ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি মানসম্মত শিক্ষাদানে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিদ্যালয়ে পাঠদানে আছেন পাঁচজন শিক্ষক। শিক্ষার্থী সংখ্যা প্রায় দুইশত জন।বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, শিক্ষার্থীদের পাঠদানে এগিয়ে থাকলে ও অবকাঠামোর দিক দিয়ে বিদ্যালয়টি নানাবিধ সমস্যায় জর্জরিত, নেই কোনো প্রতিকারের উদ্যোগ। বিগত কয়েক বছরে শ্লিপ ফান্ড ছাড়া এ বিদ্যালয় সংস্কার কিংবা মেরামত ও উন্নয়ন খাতে এখানে কোন অর্থ বরাদ্দ দেয়া হয়নি। এ বিদ্যালয়ে নানাবিধ সমস্যা বিদ্যমান চারিদিকে নেই সীমানা প্রাচীর। বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, সংস্কার প্রয়োজন জরুরি। ভবনের মেজ, বারান্দা ও সিড়ি ব্যবহার প্রায় অযোগ্য, মেরামত প্রয়োজন। বিদ্যালয়ের দুইটি বাথরুমের মধ্যে একটি কোনরকম ব্যবহারযোগ্য, অপরটির অবস্থা করুন।
বিদ্যালয়টিতে ব্যবহার যোগ্য যথেষ্ট পরিমাণে জায়গা থাকলেও এখানে কোন ওয়াশব্লক নির্মাণ করা হয়নি।এ বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাজাদ উদ্দিন ঠাকুর জানান, এখানকার অবকাঠামোগত সমস্যা সহ বিদ্যালয়ের নানাবিধ সমস্যার বিষয়গুলো বরাবরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানিয়ে আসছি। আশা করি অতি তাড়াতাড়ি কর্তৃপক্ষের সহযোগিতায় এ সমস্যার সমাধান হবে।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলহাজ্জ আতিকুর রহমান জানান, বিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে বছর পর বছর ঝুকির মাধ্যমে পাঠদান চলচে। ভবনেরমেজ,বারান্দা, সিড়ি মেরামতের দরকার, বিদ্যালয়ের নেই নৈশ প্রহরী সীমানা প্রাচীর করা জুরুরি, এ সমস্যা গুলি লিখিত ভাবে জানানো হয়েছে। আজও পর্যন্ত সমস্যাগুলির প্রতিকারের কোন উদ্যোগ নেই, সংলিষ্টদের সুদৃষ্টি কামনা করি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।