বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । হিজলা উপজেলা যুবলীগের আয়োজনে ২৯ জুন শনিবার সকাল ১০ টায়, উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম মিলন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন।
সভা শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সূচনা বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কাজী লিয়াকত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ২০০৫ সালে হিজলা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ বছর এই কমিটি বহাল থাকার পরেও যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ পদ পাওয়া ছাড়াও, দলীয় বিভিন্ন অনুষ্ঠানে যুবলীগের কর্মি হিসেবে যোগদান করে আসছেন, এজন্য সকল যুবলীগ কর্মিগণকে ধন্যবাদ জানাই। আমাদের যেসব ইউনিয়নে কমিটি নেই, সেসব ইউনিয়নে কমিটি গঠন করে, উপজেলা পর্যায়ে যুবলীগের ভীত আরো শক্ত করতে হবে।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন। এরপর যুবলীগের কর্মিদের মধ্যে, হরিনাথপুর ইউনিয়ন থেকে মোঃ মুশফিকুর রহমান, বিপ্লব। মেমানিয়া ইউনিয়ন থেকে মোকলেসুর রহমান। গুয়াবাড়িয়া ইউনিয়ন থেকে হারুন সরদার। বড়জালিয়া ইউনিয়ন থেকে মাসুদ হাওলাদার,জামাল রাড়ী, কাজী সুলতান, এস,এম,গালিব সিকদার,সফিকুল প্রিন্স এবং হুমায়ুন কবির বক্তব্য রাখেন। সভার শেষে সভাপতি তার বক্তব্যে বলেন, হরিনাথপুর, ধূলখোলা, মেমানিয়া এবং গুয়াবাড়িয়া ইউনিয়নে দ্রুত কমিটি গঠন করা হবে। সংসদ সদস্য পংকজ নাথ এর সাথে আলোচনা করে, তারিখ জানিয়ে দেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।