মাদারীপুরে ঝুকিপূর্ণ সড়ক সেচ্ছায় মেরামত করল বন্ধন স্মৃতি সংঘ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৯শে জুন ২০১৯ ০৪:৪৩ অপরাহ্ন
মাদারীপুরে ঝুকিপূর্ণ সড়ক সেচ্ছায় মেরামত করল বন্ধন স্মৃতি সংঘ

মাদারীপুরে দেড় কিলোমিটারের বেশি ঝুকিপূর্ণ একটি সড়ক সেচ্ছায় মেরামত করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত। এতে উত্তর বিরঙ্গল পূর্বপাড়া বন্ধন স্মৃতি সংঘ নামের কয়েক যুবক অংশ নেয়। সদর উপজেলার ধুরাইলের মন্ডলবাড়ী ব্রিজ এলাকায় কর্মসুচি শুরু হয়।

এলাকাবাসি জানায়, সদরের হবিগঞ্জের ও সম্ভুক আড়িয়াল খাঁ নদীর উপর ১শ' ৩০ কোটি টাকা ব্যয়ে দু’টি সেতু নির্মাণ করে সরকার। এরপর দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শাজাহান খান সেতু হতে শম্ভুক শেখ কামাল সেতু পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে অর্ধশতাধিক ছোট বড় গর্তের সৃষ্টি হয়। এই সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও বিষয়টি আমলে নেয়নি  কেউ। এমতাবস্থায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ও নিরাপদ যাতায়াতের জন্য উত্তর বিরঙ্গল পূর্বপাড়া বন্ধন স্মৃতি সংঘ নামে একটি সংগঠন স্বেচ্ছায় রাস্তাটি মেরামতের কাজ করে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছোটবড় যানবাহন চলাচল করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব