
প্রকাশ: ২৯ জুন ২০১৯, ২১:৪৮

বরিশালের আগৈলঝাড়ায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পুণর্বাসন করতে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন বরাদ্দ করেছে সরকারের পক্ষথেকে।
প্রসংগত, ২১জুন শুক্রবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গোপাল ওঝার ভাড়াটিয়া সুমন পান্ডের কম্পিউটারের দোকান, অনিল শীলের ভাড়াটিয়া দেবাশীষ সরকারের মিস্টির দোকান, গোবিন্দ পান্ডের মুদি দোকান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পল্লী চিকিৎসক সুধীর ওঝার চেম্বার ও ফার্মেসী ও পূর্ণ পান্ডের চটপটির দোকানসহ পাঁচটি দোকান সম্পূর্ন পুড়ে যায়।
২৩ জুন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে তাদের সমবেদনা জানিয়ে পুণর্বাসনের আশ্বাস দিয়েছিলেন বরিশালের ১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। এর আগে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও বরিশাল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ স্থানীয়র প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব