হাটহাজারীর নন্দীরহাট এলাকা থেকে প্রিয়াঙ্কা বৈষ্ণব (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রিয়াঙ্কা বৈষ্ণব ওই এলাকার বাসুদেব বৈষ্ণবের স্ত্রী।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বাংলানিউজকে বলেন, প্রিয়াঙ্কা বৈষ্ণব নামের ওই নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।