শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ জুন) বিকালে চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঝাকঝমক পূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব হুমায়ুন কবির মোল্লা, চরভাগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অলিউল্লাহ চোকিদারেরর সভাপতিত্বে ও সখিপুর থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল খালেক খালাসীরর সঞ্চলনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জনাব এম এ কাইয়ুম পাইক প্যানেল চেয়ারম্যান শরীয়তপুর জেলা পরিষদ, আলী আকবর পাইক অর্থ বিষয়ক সম্পাদক সখিপুর থানা আওয়ামী লীগ, হাসেন দেওয়ান চেয়ারম্যান কাচিকাটা ইউনিয়ন পরিষদ সদস্য শরীয়তপুর জেলা আওয়ামী লীগ, জনাব জিতু মিয়া বেপারী.. সহ-সভাপতি সখিপুর থানা আওয়ামী লীগ, জনাব কামরুজ্জামান মানিক সরকার, যুগ্মসাধারণ সম্পাদক সখিপুর থানা আওয়ামী লীগ, জনাব আনোয়ার হোসেন বালা.. জেলা পরিষদ সদস্য, জনাব তকী হাওলাদার,উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীয়তপুর জেলা আওয়ামী লীগ। আরো জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা আ'লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যা।সম্মেলনে দ্বিতিয় অধিবেষনে।সম্মেলনে চরভাগা ইউনিয়ন আওয়ামীলীগের ৩ বছর মেয়াদী,যুবলীগের কমিটিতে ২ বছর মেয়াদী, স্বেচ্ছাসেবকলীগের কমিটিতে ২ বছর ও আগামী ১ বছরের জন্য ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।আওয়ামীলীগের ৩ বছর মেয়াদী কমিটিতে,
সভাপতি হিসেবে অলিউল্যাহ চৌকিদারকে সাধারন সম্পাদক হিসেবে পুনরায় আলাউদ্দিন গাজী ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইব্রাহীম মল্লিক এবং আইন বিষয়ক সম্পাদক হিসাবে এম আশিক বকাউলের নাম ঘোষনা করেন সখিপুর থানা আ'লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যা।আগামী ২ বছরের জন্য গঠিত যুবলীগের কমিটিতে মিলন হাওলাদারকে পুনরায় সভাপতি, কাউসার বকাউলকে সাধারন সম্পাদক এবং রফিকুল ইসলাম মোল্যাকে যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন সখিপুর থানা যুবলীগের আহবায়ক আব্দুল খালেক খালাসী।এছাড়া আগামী ২ বছরের জন্য গঠিত সেচ্ছাসেবকলীগের কমিটিতে সভাপতি হিসেবে ঘোষনা করা হয় মো. শামীম বেপারী এবং সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয় মতিন বেপারীর নাম। সখিপুর থানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক খোকন বেপারী এ কমিটি ঘোষনা করেন।একই দিনে আগামী ১ বছরের জন্য ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার। কমিটিতে মাসুদ মাঝিকে সভাপতি এবং শামীম গাজীকে পুনরায় সাধারন সম্পাদক করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।