
প্রকাশ: ২৮ জুন ২০১৯, ২২:৩৮

বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে দিবালোকে স্ত্রীর সামেন রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। নৃশংস এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি নয়ন এবং রিফাত ফরাজী এখনো পলাতক রয়েছেন। রিফাতের কাছের বড়ভাই ছিলেন স্থানীয় এমপি শম্ভু দেবনাথের ছেলে সুনাম দেবনাথ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রিফাতের মৃত্যুতে মুখ খুলেছেন এমপিপুত্র। জানালেন রিফাতের সঙ্গে কেমন সম্পর্ক।। যা পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো। ''প্রথমেই আমরা স্পষ্ট হবো নাম নিয়ে, কারণ যে মারা গেছে আর যারা মেরেছে তাদের নাম এক হওয়াতে আমরা গুলিয়ে ফেলছি। কাকতালীয়ভাবে দুই জনের বাবার নামও এক। যে ছেলেটিকে হত্যা করা হলো তার নাম রিফাত শরীফ, পিতার নাম দুলাল শরীফ, সাং ৬ নং ইউনিয়ন। আর হত্যাকারীদের মধ্যে প্রধান হচ্ছে নয়ন,এবং তার সহযোগীরা হচ্ছে রিফাত ফরাজী, পিতা দুলাল ফরাজী, সাং বরগুনা ধানসিঁড়ি রোড। এবং রিফাতের ছোট ভাই রিশান ফরাজী, পিতা ও সাং: ওই


ইনিউজ ৭১/টি.টি. রাকিব