১২ বছরের কিশোরী ধর্ষণ অভিযুক্ত শাহীন পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৮শে জুন ২০১৯ ১১:৫৩ পূর্বাহ্ন
১২ বছরের কিশোরী ধর্ষণ অভিযুক্ত শাহীন পলাতক

১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের ওই কিশোরী বুধবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়। পরিবারের অভিযোগ, মিঠাগঞ্জ ইউনিয়ন থেকে বাড়িতে যাচ্ছিল কিশোরী। পথিমধ্যে মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষন করা হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে পটুয়াখালীতে প্রেরন করা হয়। এ ঘটনায় একই গ্রামের বিবাহিত যুবক শাহীনকে দায়ী করা হচ্ছে। ভিকটিম বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, তারা ঘটনা জেনেছেন। অভিযুক্তকে গ্রেফতারের সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।