কুমিল্লার বিবিরবাজার সীমান্তে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে প্রশান্ত কুমার দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। যিনি মাদক কারবারি বলে দাবি করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি। এ সময় চার হাজার ৩২৫ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার বাদল চন্দ্র দাশের ছেলে প্রশান্ত কুমার দাশকে বৃহস্পতিবার বিকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী গভীর রাতে বিবিরবাজার সীমান্ত এলাকায় তাকে নিয়ে মাদকের চালান উদ্ধারে অভিযান চালায় বিজিবি।এ সময় আগ থেকে ওঁৎ পেতে থাকা মাদক কারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি চালালে প্রশান্ত আহত হয়। তাকে কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।