দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতের নৌ-রুট পাটুরিয়া-দৌলতদিয়া পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন। শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকের লাইন দীর্ঘ হচ্ছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় সকাল সাড়ে ৯টার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে। যাত্রীবাহী পরিবহন ও পণ্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। বর্তমানে এ নৌ-রুটে ১৫টি ফেরি যানবাহন পারাপারের কাজে নিয়োজিত রয়েছে। দুপুরের পর থেকে যানবাহনের বাড়তি চাপ কমতে পারে বলে মনে করেন এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।