
প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০:৪৬

বরগুনায় রিফাত শরীফ হত্যার আসামিদের ধরতে জেলাজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িতরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পাঁচটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসক বলেন, ‘আসামিদের ধরতে বুধবার রাত থেকে তিনটি টিম কাজ করেছে। আজকে পাঁচটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এতে পুলিশ, র্যাব, এসবি, এনএসআই ও ডিবিকে সম্পৃক্ত করা হয়েছে। এ ছাড়া জেলা জুড়ে পুলিশের টহল আছে। আশা করছি খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব