বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলায় আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০১৯ ০৫:৩১ অপরাহ্ন
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলায় আটক ১

পটুয়াখালীর বাউফলে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্কর হত্যা মামলায় সাইফুল ইসলাম সরর্দারকে আজ বৃহস্পতিবার সকালে নওমালার একটি চায়র দোকান থেকে আড্ডারত অবস্থায় আটক করেছে বাউফল থানা পুলিশ। জানাগেছে, শুভঙ্কর গত রোববার পটুয়াখালী থেকে গ্রামের বাড়ি নওমালাতে আসে। ২৪ জুন সোমবার বিকেল সে বাড়ি থেকে বের হয়ে তার এক বন্ধুর সাথে স্থানীয় হোলাবুনিয়া বাজারে যায়। কিন্তু রাতে শুভঙ্কর আর বাড়ি ফেরেনি। খোঁজাখুজির পর না পেয়ে চাচা লিটন চন্দ্র মাঝি ২৫ জুন মঙ্গলবার সন্ধায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরের দিন ২৬ জুন বুধবার সকাল সাড়ে আটটার দিকে নওমালা ইউনিয়ন যুবলীগ সভাপতি কালাম খান চাচা লিটনকে ফোনে একটি মরদেহ পাওয়ার কথা জানায়। ঘটনাস্থল আদাবাড়ীয় ইউপির আতশখালী গ্রামের গোলাবাড়ি খালের পশ্চিম পাশে শুভঙ্করের মরদেহ সনাক্ত করেন চাচা লিটন চন্দ্র মাঝি। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রিপোর্টের জন্যে পটুয়াখালী জেনারেল মর্গে প্ররেণ করে। শুভঙ্কর উপজেলার নওমালা ইউপির ১নং ওয়ার্ডের মুদি মনোহরি ব্যবসায়ী সত্য রঞ্জন মাঝির বড় ছেলে।

এ ঘটনায় শুভঙ্করের বাবা অজ্ঞাতনামা আসামী করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ বিষয়ে  বাউফল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত তদন্ত মুরাদ আহম্মেদ বলেন, সাইফুল ইসলাম মৃধা সে খুবই ধূর্ত প্রকৃতির লোক , বেশকিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাকে আদালতে শোপর্দ করা হবে। আটক সাইফুল ইাসলাম এলাকার বারেক মৃধার ছেলে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব