ঘাটাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০১৯ ০৬:১২ অপরাহ্ন
ঘাটাইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

”সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকার”- এই প্রতিপাদ্যে সারা দেশের মতো টাঙ্গাইলের  ঘাটাইলে  উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক  দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও রচনা  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরের উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ(তদন্ত) এনামুল কবির চৌধুরী, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া,ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দার আলী সহ।

এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন ও রচনা  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে  একটি র‌্যালী বের শহর প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। 

ইনিউজ ৭১/এম.আর