
প্রকাশ: ২৬ জুন ২০১৯, ২২:৩২

‘সুস্বাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান,শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্স শশিকর কালকিনির সহযোগীতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯ উপলক্ষে আজ বুধবার সকালে র্যালী ও স্থাণীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড আবদুল সামাদ সিকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, সিসিডিবির প্রোগ্রাম অফিসার ফিলিপ সরকার, বিওয়াই এফসি প্রোগ্রাম ম্যানেজার অমৃত মন্ডল,বিওয়াই এফসির প্রোগ্রাম অর্গানাইজার ডেভিট বাড়ৈ ও কালকিনি থানার এস আই রবিউল ইসলাম প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
