নেছারাবাদে মাহির হোসেন(৩৬) নামে এক যুবকের ছুরিকাঘাতে সোহাগদল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. জাকির হোসেন(৪৫) নিহত হয়েছেন। ঘাতক মাহির হোসেন ওরফে মাহির পাল (৩৬) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) রাত আনুমানিক সাড়ে ন’টার দিকে উপজেলার মধ্য সোহাগদল এলাকায় (যদুরভিটা) এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জাকির উপজেলার সোহাগদল গ্রামের মৃত মুনসুর আলী মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সুত্র জানায় উপজেলার সোহাগদল গ্রামের (বরছাকাঠি) এলাকার মৃত আব্দুল গনি মিয়ার (গনি পাল) ছেলে মাহির মঙ্গলবার সন্ধার পর একই এলাকার সেকেন্দার মিয়ার ছেলে মো.আসলাম হোসেনকে ছুরিকাঘাত ও মো. লুৎফর রহমানের ছেলে মশিউর রহমানকে মেরে পালিয়ে গিয়ে যদুরভিটা এলাকায় একটি নির্মানাধীন ভবনের ছাদে আত্মগোপন করে। এ সময় নিহত জাকির তার খালোতো ভাই সেলিমের নির্মানাধীন ওই ভববনের রাজমিস্ত্রীসহ কাজ দেখার জন্য ওইস্থানে গেলে মাহির তোর কেন এসেছিস বলে জাকিরের বুকের বাম পাশে চাকু ঢুকিয়ে দেয়।পরে মাহির পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নিজের গলায় নিজে চাকু দিয়ে পোজ দেয়। স্থানীয়রা জাকির ও মাহির কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় আহত মাহিরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান, মাহির একজন নেশাসক্ত যুবক। তাকে বিভিন্ন সময় বাড়িতে শিকল দিয়ে বেধে আটকিয়ে রাখা হত। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাহির পুলিশ হেফাজতে বরিশালে চিকিৎসাধীন রয়েছে। তবে ঘাতক মাহির পাগল কিনা তা ডাক্তারি পরীক্ষা ছাড়া বলা যাবেনা। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য প্রস্তুতি চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।