ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক বিক্রেতা ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আটক করেন। পরে পুলিশ বাদী ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উভয় আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের ৫নং ওয়াডে শাজাহানের ছেলে ইমাম হোসেন তার বাসায় বসে মাদক বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২সহযোগী পালিয়ে গেলেও ৫পিজ ইয়াবাসহ ইমাম হোসেনকে আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামল রুজু করেন। এদিকে চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৮নং ওয়াডের আঃ মোতালেবের ছেলে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ নিরব (৪০) কে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১৯ সালের সি আর ৮২ নং মামলায় ওয়ারেন্ট রয়েছে। মঙ্গলবার সকালে উভয় আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।