উখিয়ায় ভেজাল চানাচুর,চিপস,মটর ভাজাসহ প্রায় ১০ টি আইটেম তৈরির অবৈধ কারখানা আবিস্কার করেছে উখিয়া সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উখিয়ার হাজীর পাড়া রোডের এসপি অফিসের পার্শ্বে এ ভেজাল কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।জরিমানা করা হয় ২০ হাজার টাকা। পরে কারখানায় থাকা বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী উদ্ধার পূর্বক ধ্বংস করা হয়।
জানা গেছে, লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে রাখাল বাবু নামের জনৈক ব্যাক্তি এ ভেজাল কারখানা চালিয়ে আসছিল। এখানে জনি, ডিসেন্ট,বম্বে সুইস চিপস, চানাচুর, মটর ভাজা তৈরি করা হতো। কোন রকম সরকারের অনুমোদন ছাড়া গড়ে উঠা কারখানায় রীতিমত মেশিন বসিয়ে নিন্মমানের এসব জিনিস তৈরি করা হচ্ছিল। উখিয়া সহকারী কমিশনার ভুমি ফখরুল ইসলাম জানান, আমি রীতিমত হতবাক,এত বিশাল ভাবে যে এখানে এগুলো তৈরি হচ্ছে কল্পনা করা যায়না,আশেপাশের অনেকেই জানেননা,ভেতরে কি হচ্ছে। আমরা প্রথমে সামনের রুমটা শুধু দেখেছি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।