
প্রকাশ: ২৪ জুন ২০১৯, ২:১২

দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমান যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার মিজানুর রহমান ও তার স্ত্রীসহ স্বজনদের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার পর পুলিশকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কর্তব্যরত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা এখনো লিখিত কোনো বার্তা পাইনি। পেলে ব্যবস্থা নেবো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব