মহিলা কাউন্সিলর উপ-নির্বাচন; কলাপাড়ায় ফের নির্বাচিত বিথী

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ২৪শে জুন ২০১৯ ০৭:৫৭ অপরাহ্ন
মহিলা কাউন্সিলর উপ-নির্বাচন; কলাপাড়ায় ফের নির্বাচিত বিথী

কলাপাড়ায় আবারো পৌর মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছে উম্মে তামিমা বিথী। সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮৭৯ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্ধী সবিতা রানী পেয়েছেন ৪২৫ ভোট। এ আসনের নারী কাউন্সিলর উম্মে তামিমা বিথী নারী কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করে গত উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করেছিলেন। ফলে এ আসনটি শূণ্য হয়। 

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল রসিদ জানান, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে এ উপ-নির্বাচন সম্পান্ন হয়েছে। এ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব