ভোলার বোরহানউদ্দিনে রোববার বর্ণাঢ্য আয়োজনে আ’লীগের ৭০ তম জন্মদিন পালিত হয়েছে। বিকালে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক সহ বিভিন্ন শেণি পেশার লোকের অংশগ্রহণে বিশাল র্যালি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন পৌর শহরের চৌরাস্তায় শেষ হয়।
এরপরই উপজেলা আ’লীগ কার্যালয়ে ৭০ পাউন্ড ওজনের কেক কাটা হয়। ওই সময় উপজেলা আ’লীগের সভাপতি জসিমউদ্দিন হায়তদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ,ন,ম আবদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ মিয়া প্রমূখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।