মাদারীপুর শহরের সবুজবাগ ল ঘাট এলাকার ও পৌরসভা ৩ নং ওয়ার্ডের যুবলীগের সদস্য এরশাদ মুন্সীর হত্যার বিচারের দাবিতে রোববার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।শহরের মিলন সিনেমা হল মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এরশাদের বাবা বেলায়েত মুন্সী বলেন, ১৯ই জুন বেলা সাড়ে বারোটার দিকে আমার ছেলে এরশাদ মুন্সীকে সবুজবাগ লঞ্জঘাট মসজদিরে পছিনে পরকিল্পতি ভাবে প্রকাশ্যে জসীম গৌড়রার নের্তৃত্বে রাসেল, সুমন গং রা ধারালো অস্ত্র দিয়ে নিশংস ভাবে কুিেপয় হত্যা করে। আমি এ হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। বেলায়েত মুন্সী আরো বলেন, জসীম গৌড়া মাদারীপুরের একজন চহ্নিত সন্ত্রাসী।
তার নামে মাদারীপুর সদর থানায় আরও একধকি মামলা আছে। তিনি এলাকায় বভিন্নি সময় নারী নির্যাতন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বভিন্নি অনতৈকি কাজ করতো। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। আপনাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ জানাই তারা যেন দ্রুত জসীম গৌড়াসহ হত্যার সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই। বক্তব্য রাখেন বনিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, মাদারীপুর চেম্বার অব কমার্স এর সহ সভাপতি মুন ভূইয়া, যুবলীগ নেতা কাওসার হোসেন প্রমুখ। এ সময় বক্তরা অবিলম্বে এরশাদ হত্যার সাথে জড়িত জসীম গৌড়াসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পরে মিলন সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।