
প্রকাশ: ২২ জুন ২০১৯, ২:৩৩

নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ প্রকল্পের কারণে ঝুঁকিপূর্ণ বিশ্বঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির হুমকিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। সরকারের দাবি, রামপাল প্রকল্পটি নির্মিত হচ্ছে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল থেকে ১৪ কিলোমিটার দূরে। ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। তারপরও সম্প্রতি জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক করেছে। এই ঝুুকির মুখেই সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের সাড়ে চার কিলোমিটারের মধ্যে একটি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১০০ মেগাওয়াটের ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে পাওয়ারপ্যাক-মুতিয়ারা নামে একটি বেসরকারি কোম্পানি। এখানে এই বিদ্যুৎকেন্দ্র চালু হলে সুন্দরবন আরও ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন পরিবেশবিদরা। পরিবেশ অধিদপ্তরও এ প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র বিষয়ে আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছে।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব