
প্রকাশ: ২২ জুন ২০১৯, ১৯:৩

রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন নেতা বা রাজনীতিবিদ। তার ছবি প্রায়ই দেখা যায় সংবাদপত্রের পাতায়। টেলিভিশনে শোনা যায় তার বক্তব্য। রাজনীতিবিদরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু আমরা কি জানি তাদের সহধর্মীনি বা স্ত্রীরা কে কি করেন? আজকে সেই খবরই জানানো হলো।
আওয়ামী লীগের নেতাদের স্ত্রী:
নাসিমের স্ত্রী: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বিগতদিনে তিনি স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী শহীদ এম মনসুর আলী বেসরকারি মেডিকেল পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বেগম লায়লা আরজুমান্দ বানু বিথী। তিনি এক সময় সরকারী চাকরি করতেন।
তোফায়েল আহমেদ: ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমদের স্ত্রী আনোয়ারা আহমেদ গৃহিনী। তিনি তোফায়েল আহমেদকে রাজনীতিতে সাহস যোগান।
জাহাঙ্গীর কবির নানক: গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিনী সৈয়দা আরজুমান বানু। তিনি দীর্ঘদিন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অসীম কুমার উকিল: বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ অসীম কুমার উকিল ও অধ্যাপিকা অপু উকিল। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। একজন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। অন্যজন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। স্ব-স্ব ক্ষেত্রে উজ্জল এই দম্পতি বর্তমানে দুই ছেলে সন্তানের জনক-জননী। বড় ছেলে শায়ক উকিল ফ্লোরিডায় আটলান্টিক ইউনিভার্সিটিতে পড়ছেন। ছোট ছেলে শুদ্ধ উকিল এবার ও লেভেল দেবেন।
মুজিবুল হক চুন্নু: মোঃ মুজিবুল হক চুন্নু চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর স্ত্রীর নাম রোকসানা কাদের। তিনি একজন সরকারী চাকুরীজীবি (অতিরিক্ত সচিব)।
বিএনপি নেতাদের স্ত্রীর খবর:
ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম অধ্যাপক শাহিদা রফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদেও ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, এখন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

জাতীয় পার্টি:
আ.লীগ ও বিএনপি ব্যতিত:
কাদের সিদ্দীকি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীও রাজনীতির সঙ্গে জড়িত।
আ.স.ম আব্দুর রব: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রব দলটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহমুদুর রহমান মান্না: মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী মেহের নিগার এক সময় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্ত্রী ও প্রবাসী শ্যালিকার টাকায় নির্বাচন করতে চান নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না এমনটা একবার গণমাধ্যমে প্রকাশ হলে বেশ আলোচনায় চলে আসেন তার স্ত্রী। মান্নার চেয়ে তাঁর স্ত্রী বেশি সম্পদশালী বলে মান্না তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। স্ত্রীর আয়ের উৎস দেখিয়েছেন ব্যবসা।
ইনুর স্ত্রী: জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রিনাও রাজনীতির সঙ্গে জড়িত। দলটির নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা।
ইনিউজ ৭১/এম.আর