
প্রকাশ: ২১ জুন ২০১৯, ৫:১৪

বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, আইসিটি বিশেষজ্ঞ, নির্মাণ শ্রমিকসহ অন্যান্য খাতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ান সরকার এ লক্ষ্যে শিগগিরই একটি খসড়া সমঝোতা স্মারক বাংলাদেশ সরকারের বিবেচনার জন্য পাঠাবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ায় মানবসম্পদ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। ক্রোয়েশিয়ার শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী দ্রাগেন ওপালিকের সঙ্গে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের বৈঠকে এ বিষয়ে জানানো হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব