দেশে ফিরেছেন সেই ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২১শে জুন ২০১৯ ০৯:৫৪ অপরাহ্ন
দেশে ফিরেছেন সেই ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন

নৌকাযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বর্তমানে বিমানবন্দরে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। 

এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। যার মধ্যে শুক্রবার সন্ধ্যায় ফিরলেন ১৭ বাংলাদেশি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব