
প্রকাশ: ২১ জুন ২০১৯, ২১:৫৯

তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে ভেসে থাকা ৬৪ বাংলাদেশি দেশে ফিরে আসতে রাজি হয়েছেন। এর মধ্যে ১৭ জন আজ বিকেল সোয়া পাঁচটায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিউনিসিয়া থেকে ঢাকায় পৌঁছাবেন। ভূমধ্যসাগর দিয়ে এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা বাংলাদেশের ভাবমুর্তিকে সংকটে ফেলছে জানিয়েছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি এই ১৭ জনের মধ্যে আটজনই মাদারপুরের। বাকি নয়জনের মধ্যে চারজন চারজন ব্রাহ্মণবাড়িয়ার। বাকি পাঁচজনের বাড়ি শরীয়তপুর, নোয়াখালী, চাঁদপুর, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার। এই ধরনের মানবপাচার যে কোন মূল্যে বন্ধ করতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব