নিজ বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের মা ও ভাই। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে তুরিন আফরোজের মা শামসুন নাহার ও তার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশির এই সংবাদ সম্মেলন করেন। সেখানে তুরিন আফরোজের বিরুদ্ধে তাদের বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগ করেন তারা। এর আগে একই অভিযোগে গেল ১৪ জুন উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছিলেন শিশির।
সেখানে তিনি উল্লেখ করেন, শিশিরের নিজস্ব ভবনে বসবাস করেন তুরিন আফরোজ। তিনি কানাডা প্রবাসী। কয়েকবছর আগে তাদের মাকে তুরিন সে বাসা থেকে বের করে দেন। পরে মাকে নিয়ে কানাডা চলে যান শিশির। এখন তিনি কানাডা থেকে ফিরে নিজের বাসায় গেলে সেখানে বোন তুরিন আফরোজ তাকে ঢুকতে দেননি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।