ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়েছে। একারণে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর উপর দিয়ে সব ধরণের ভারী ও মাঝারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মঙ্গলবার রাত আটটার দিকে সওজ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
বর্তমানে বিকল্প সড়ক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কের সকল যান চলাচল করার জন্য বলা হয়েছে। সওজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটাট দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার তিতাস নদের উপর ক্ষতিগ্রস্থ শাহবাজপুর সেতুর চতুর্থ স্পেনের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। পরে সওজ কর্তৃপক্ষ সেতুর উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ঢাকা-সিলেট এই সেতু দিয়ে সব ধরণের ভারী ও মাঝারী যান চলাচল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তিতাস নদের শাহবাজপুর সেতুর স্বাভাবিক হতে আগামী তিন থেকে ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মো. শামীম আল মামুন। এদিকে সেতুর দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।