
বেশ কয়েক দিন দাবদাহের পর স্বস্তি নিয়ে এলো বাংলার অন্যতম ঋতু বর্ষা। আষাঢ়ের প্রথম দিন সকালে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল। শনিবার ভোর থেকে রাজধানীর আবহাওয়া থমথমে। আকাশে উঁকি দেয় ঘন মেঘ। সাতটা নাগাদ শুরু হয় দমকা বাতাস। সঙ্গে বৃষ্টি। স্থায়ী হয় পৌনে এক ঘণ্টার মতো। বৃষ্টি থামলেও রোদের দেখা মেলেনি। থেমে থেমে বজ্রপাতের গর্জন শোনা যায়। এই সময় খানিকটা ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য স্থানে বৃষ্টির খবর মিলেছে। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাব কেটে গেলে রাজধানীতে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগের দিন জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
কয়েক দিনের মধ্যে সারা দেশেই বর্ষা প্রভাব বিস্তার করবে বলেও ওই পূর্বাভাসে জানা গেছে। এ বিষয়ে অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও কমে আসবে। এ ছাড়া আগামী দিনগুলোতে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে যে তাপমাত্রা আছে, সেটা ১৬ জুনের পর ঢাকার তাপমাত্রা কমে যাবে। তখন বৃষ্টি বেড়ে যাবে। সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’র উঠে গেলেই বর্ষাটা সারা দেশে বিস্তার করবে বলে জানান তিনি।
ইনিউজ ৭১/এম.আর
