আগৈলঝাড়ায় সবজি ক্ষেত থেকে গাঁজা গাছ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ১১ই জুন ২০১৯ ১০:৩৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় সবজি ক্ষেত থেকে গাঁজা গাছ উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসার জন্য চাষ করা অবৈধ গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা দায়ের প্রস্তুতি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহাবুদ্দিন, এসআই দোলোয়ার হোসেন এএসআই মাকসুদুর রহমান মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে উপজেলার জোবারপাড় গ্রামের মৃত যষ্ঠী চরণ বৈরাগীর ছেলে জীতেন্দ্র বৈরাগী (৭৫) এর জমির আঁলের সবজি ক্ষেত থেকে ব্যবসার জন্য লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে।

গাঁজা গাছটির আনুমানিক উচ্চতা সাড়ে তিন ফুট। গাঁজা গাছ উদ্ধারের খবর পেয়ে চাষের ব্যবসায়ি মালিক জীতেন্দ্রসহ অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ আরো জানায়, ওই এলাকায় প্রচুর মাদক ব্যবসায়ি ও সেবনকারী থাকলেও পুলিশী নজরদারির কারনে খুচরো মাদক কেনা বেচায় তাদের সমস্যার হয়ে আসছে। তাই ব্যবসায়িরা এবার গাঁজার  গাঁছ লাগিয়ে তাদের চাহিদা পুরণ করার চেষ্টা চালাচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব