পটুয়াখালীর বাউফলে মোঃ ইমন মৃধা নামে (১৪) দশম শ্রেনীর এক ছাত্রকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে বাউফল কেশবপুর ইউপির ৬নং ওয়ার্ড আনিচ মেম্বার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ইমনকে স্থানীয়রা অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সূত্রে জানা যায়, বাউফল কেশবপুর ইউপির ৬নং ওয়ার্ড বাসিন্দা হারুন মৃধার ছেলে ইমন মৃধার সাথে সালাম মৃধার ছেলে আল-আমিন মৃধার পারিবারিক দন্ধ ছিল। ঘটনার দিন সোমবার রাত ৯টার দিকে ইমন ও টিটু তালতলী বাজার থেকে বাড়ীর দিকে রওয়ানা দেয়।
ইউপির ৬নং ওয়ার্ড আনিচ মেম্বার বাড়ীর সামনে এলে সালাম মৃধার ছেলে আল-আমিনসহ ভাড়াকৃত ৮/৯ জন দূর্বৃত্তরা ইমন মৃধাকে এলোপাথারি মেরে যখম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আল-আমিনকে ধরে আনিচ মেম্বারের হাতে ধরিয়ে দেয়। এবং ইমনকে স্থানীয়রা অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় আনিচ মেম্বার জানান, স্থানীয়রা আল-আমিনকে ধরিয়ে দেযার পরে ওকে বলেছি আগামীকাল সকাল ১০টায় ভাড়াকৃত দূর্বৃত্ত নিয়ে আমার সামনে হাজির করবা কিন্তু এখনো আসেনি। ইমনের মা মোর্শেদা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে সালাম মৃধার ছেলে আল-আমিন ও ভাড়াকৃত ৮/৯ জন দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।