
প্রকাশ: ২৮ মে ২০১৯, ৩:২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন। এ হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও তার স্বজনরা আহত হচ্ছেন। জরাজীর্ন ভবনে ঝুকির মধ্যে এ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে। আজ মঙ্গলবার বিকেলে হাসপতালের ছাদের পলেস্তারা খসে পড়ে ২ শিশুসহ ৩ জন আহত হয়েছেন। পরে হাসপাতালের ওয়ার্ড থেকে রোগী বের করে বারান্দা ও ফ্লোরে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঝঁকিপূর্ণ ওয়ার্ডের দরজা বন্ধ করে দিয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব