চলতি অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 'অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি' (প্রথম ও দ্বিতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে সরকারি ৩ কোটি ৫২ লক্ষ ৯৬ হাজার টাক বরাদ্দে চলছে শুধুই ভাগবাটোয়ারা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে গ্রামের হতদরিদ্র কর্মহীন নারী ও পুরুষ শ্রমিকদের কর্মক্ষম, দুস্থ পরিবারগুলোকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে সরকার এই মহৎ কর্মসূচি চালু করলেও বাস্তবতায় সরাইল উপজেলায়উপকারভোগীগণ পুরোপুরি এর সুফল পাচ্ছেন না। একজন দুস্থ বেকার শ্রমিক (নারী-পুরুষ) প্রতিদিন দুইশত টাকা মজুরিতে ৪০ দিন এই প্রকল্পে কাজ করার কথা। কিন্তু এসবের কিছুই মানা হচ্ছে না এখানে।
ইতিমধ্যে এই কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। উপজেলায় সর্বমোট শ্রমিকের সংখ্যা ২২০৬ জন। তবে কর্মসূচির এই দ্বিতীয় পর্যায়ে এখানে পুকুর চুরি করা হচ্ছে। প্রকল্পের বরাদ্দ হচ্ছে ভাগবাটোয়ারা।অনুসন্ধানে প্রকাশ, এই কর্মসূচির হতদরিদ্র শ্রমিকদের ন্যায্য পাওনার অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে ভাগবাটোয়ারার মাধ্যমে। এর মধ্যে এক ভাগ সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সেক্রেটারি, এক ভাগ ইউনিয়ন কমিটির সভাপতি, এক ভাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী ও এক ভাগ সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার, সহকারি ম্যানেজার, ক্যাশিয়ার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।