স্বরূপকাঠি পৌরসভায় ১৩৬ জনের মধ্যে ভাতা কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে মে ২০১৯ ০২:৩৫ অপরাহ্ন
স্বরূপকাঠি পৌরসভায় ১৩৬ জনের মধ্যে ভাতা কার্ড বিতরণ

নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি ভাতা কার্ড বিতরণ হয়েছে। সোমবার সকালে স্বরূপকাঠি পৌরভবনে ভাতা কার্ড বিতরণের উদ্ধোধন করেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। অনুষ্ঠানে পৌরসভার মধ্যে মোট ১৩৬ টি ভাতা কার্ড বিতরণ করা হয়। যার মধ্যে বয়স্ক ভাতা ৮৪, বিধবা ৩১ এবং ২১ টি প্রতিবন্ধি ভাতা কার্ড রয়েছে।

স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে বক্ত্যব্যে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সমাজ সেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, কাউন্সিলর বিপ্লব।

ইনিউজ ৭১/এম.আ