ফেনীর সোনাগাজীর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। আজ (২৭ মে) ট্রাইব্যুনালের বিচারপতি এএসএইচ শামস জগলুল হোসেন এই পরওয়ানা জারি করেন।
ট্রাইব্যুনালের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত করে গতকাল তদন্ত প্রতিবেদন দেয়। এর ভিত্তিতে ট্রাইব্যুনালের বিচারপতি এই আদেশ দেন। এছাড়াও, আগামী ১৭ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।