মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ২৬শে মে ২০১৯ ০৮:১০ অপরাহ্ন
মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড ও জরিমানা

পটুয়াখালীতে লিটন খন্দকার নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে পটুয়াখালী বিশেষ জজ আদালত। রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জনাকীর্ণ আদালতের বিচারক মুহাম্মদ শহীদুল্লাহ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত লিটন খন্দকার (৩৪) আদালতে নিয়মিত হাজিরা দিলেও রায় ঘোষনাকালে তিনি উপস্থিত ছিলেন না। লিটন বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকার ফকরুদ্দিন খন্দকার ছেলে। রাষ্ট্রপক্ষে এ্যাডভোকেট কেবিএম আরিফুল হক টিটু এবং আসামিপক্ষে এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন মামলা পরিচালনা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়,  র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামের জনৈক সেলিম মৃধার নির্মানাধীন বাড়ীতে অভিযান চালিয়ে ৪৮৩ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ লিটন খন্দকারকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই বাউফল থানায় র‍্যাবের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৩২ মার্চ বাউফল থানার পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নয় জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রবিবার এ আদেশ প্রদান করে আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কেবিএম আরিফুল হক টিটু জানান, ৪৮৩ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) ৯/ক ধারায় ১০ বছরের স্বশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং ১৪০ গ্রাম গাজা উদ্ধারের অভিযোগে এক বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। দুটি সাজা একই সাথে চলমান থাকবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব