সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাননাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: রবিবার ২৬শে মে ২০১৯ ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাননাশের হুমকি

কুয়াকাটায় 'সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এবার বেশ কয়েকটি পত্রিকার সংবাদকর্মী ও মসজিদের নিরীক্ষা কমিটির সাধারন সম্পাদক নুর আলম শেখ এবং তার পরিবারের সদস্যদের প্রাননাশসহ শাররীকভাবে নির্যাতন করার হুমকি দিয়েছেন মসজিদের সাবেক সভাপতি শাহ-আলম শেখ ও তার ছেলে বাচ্চু শেখ।

এদিকে বিভিন্ন আঞ্চলিক ও অন-লাইন পোর্টালে প্রকাশিত সংবাদ নিয়ে অফিস গুলোতে শুরু করেছেন দেন-দরবার। হুমকি দেয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে স্ট্যাটাস দিয়েছেন হুমকীপ্রাপ্তদের অনেকেই। এ ঘটনায় মহিপুর থানায় সাধারন ডায়েরী করেছেন নিরীক্ষা কমিটির সাধারন সম্পাদক নুর আলম শেখ। তিনি বলেন, গনমাধ্যমকর্মীদের কাছে টাকা আত্মসাতের অভিযোগ তুলে ধরেছি এমন অভিযোগে আমাকে শাররীক নির্যাতনসহ প্রাননাশের হুমকি দেয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা কেন্দ্রিয় বাইতুল আরজ মসজিদের সাবেক সভাপতি শাহ-আলম শেখ’র পুত্র বাচ্চু শেখ বলেন, সাংবাদিক আবুল হোসেন রাজুর সাথে ভূল বুঝাবুঝির সৃস্টি হয়েছে। মিটমাট হয়ে গেছে। নুর আলম শেখে কেন জিডি করলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নুর আলম শেখ আমার চাচা। তার সাথে এমন কিছু হয়নি। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব