উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার ষ্টেশনে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে একহাজার তিনশত পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় একটি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল সেটের মূল্য তিন লাখ ৯১ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী পান বাজার ষ্টেশনে এ অভিযান চালানো হয়। আটককৃত যুবক সুব্র দেব (২০)। তিনি বগুড়া জেলার পুরাতন বগুড়া তিন মাথা রেল গেইটের মহাদেবের ছেলে। শনিবার দুপুরে উখিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন বিজিবি কৃর্তক এক আসামীকে সোর্পদ্দ করেন। এর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।