রোহিঙ্গা ক্যাম্পে শিশু খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৬শে মে ২০১৯ ০১:৪৬ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে শিশু খুন

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা শিশুকে সন্ত্রাসীরা মাটিচাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ক্যাম্প-১-এর ২ নম্বর ব্লক থেকে ফয়জুল কবির (৭) নামে ওই রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। উখিয়া থানার উপ-পরিদর্শক প্রভাত কর্মকার জানিয়েছেন, শিশুটিকে বৃহস্পতিবার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর মাটির নিচে চাপা দিয়ে রাখে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব