
বরিশাল নগরীসহ আশপাশের জেলা উপজেলায় দিন দিন ভবঘুরে মানসিক রোগীর (পাগল) সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঘটছে নিত্য দিন নানান অঘটন। এসব মানসিক রোগীরা দুমুঠো আহারের সন্ধানে রাস্তা ঘাটে দোকান, রেস্টুরেন্ট ও লোকালয়ে ঘুরে বেড়ায়। দয়া করে কেউ খেতে দেয়, কেউবা তিরস্কার করে তাড়িয়ে দেয়। যখন নাছুর বান্দা খাবারের জন্য বায়না ধরে তখন খেতে হয় কিল-ঘুষি, বঞ্ছনা আর লাঠি পেটা। রাতের আঁধারে যখন শীত, বর্ষা ও গ্রীষ্মের প্রকট রৌদ্রে নিরাপদে আশ্রয় নিতে চায় তখন শুনতে হয় গাল মন্দ ও আরো কত কি। শেষে আশ্রয় হয় ফুটপাতের সেই কুকুরের সাথে না হয় কোন বড় বৃক্ষের ছায়াতলে অথবা কোন মার্কেটের বারান্দায়। তারা সকলেই মানুষ। কেন সমাজ তাদের আলাদা করে রাখে?

ইনিউজ ৭১/টি.টি. রাকিব