ঝড়ে গাছ ভেঙ্গে সড়কে ঝুলে থাকা অংশের সাথে বাসের ধাক্কা লেগে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বরিশালর হিজলা উপজেলার জোনা মার্কেট এলাকায় । ২৫ মে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পরিবহন নূর ( বরিশাল মেট্রো ১১০০৭৯ ) বাসটি মূলাদী থেকে হিজলায় যাবার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ব্যাপারে হিজলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন " ইনিউজ৭১"কে জানান, আগের রাতে ঝড়ের কারণে সড়কের পাশে থাকা গাছ ভেঙ্গে সড়কে ঝুলতে থাকে। বন বিভাগের লোকজন সারা দিনেও ভাঙ্গা অংশটি না সরানোর কারণে রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসটির হেলপার সহ ১০ জন যাত্রী আহত হয়, তবে দুর্ঘটনার পরে চালক পলাতক রয়েছে। আহতদেরকে হিজলা হাসপাতালে নেয়া হয়েছে। গাছ ভেঙ্গে ঝুলে থাকার ব্যাপারে হিজলা বন বিভাগের কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, সকালেই তিনি ভাঙ্গা অংশটি সরিয়ে নিতে ঐ এলাকায় নিযুক্ত ব্যক্তিকে বলে ছিলেন। কিন্তু সেই ব্যক্তির দায়িত্ব অবহেলা করেছে । হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম দুর্ঘটনা স্থান পরিদর্শন করেছেন।