গত শুক্রবার রাতে পুলিশ এক অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহারে চোরাই মালামালসহ ৪ জনকে গ্রেফতার করেছে । গগ্রেফতার কৃতরা হলো সান্তাহার শহরের ডালপট্রি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে রনি (১৮) রংপুরের মিঠাপুকুর সান্তাহার ইয়াড কলোনীর আইনালের ছেলে দুখু মিয়া (২৮) সাতাহার এলাকার সালামের ছেলে রানা (২২) পার নওগাঁর রমজানের ছেলে নুরুল ইসলাম।
গত বৃহস্পতিবার রাতে শহরের ডালপট্রির নারায়ন মন্দিরের ভিতরে থাকা গোপাল, লক্ষী নারায়ন,মূতি, পিতলের ঘটি থালাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। পুলিশ এক অভিযান চালিয়ে ওই সব চুরি যাওয়া মালামালসহ তাদের গ্রেফতার করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।