পটুয়াখালীর মির্জাগঞ্জে বাক প্রতিবন্ধি যুবতী ধর্ষন মামলার প্রধান ও একমাত্র আসামী কামাল শেখ'কে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে মির্জাগঞ্জ থানা পুলিশ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ পটুয়াখালীর কুড়িপাইকা গ্রামে আসামী কামলা শেক একটি টিউবয়েল বসানো সেটে শ্রমিকের কাজ করার খবর পেয়ে গতকাল সকালে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, বাকপ্রতিন্ধি যুবতী মেয়েটির মা মারা যাওয়ার পরে পিতা মির্জাগঞ্জ গ্রামের মোশারফ আকন দ্বীতিয় বিয়ে করে উপজেলা সদরের সুবিদখালীতে বাসা ভাড়া নিয়ে থাকত। গ্রামের বাড়িতে থেকে যুবতী মেয়েটি অন্যের বাসা-বাড়িতে কাজ করে নিজের পেট চালাতো। এ সুযোগে একই গ্রামের কামাল শেখ মেয়েটির বাড়ি আসা-যাওয়া করার সুবাধে মেয়েটিকে ধর্ষন করে এবং সে অন্তঃসত্তা হয়ে পড়ে। এ ঘটনার পরে মেয়েটির পিতা মোশারফ হোসেন বাদি হয়ে একই গ্রামের কামাল শেখকে প্রধান ও একমাত্র আসামী করে ১২ মে রাতে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।