ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকের বাড়ি গিয়ে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে ৩ শত ৭ মেট্রিকটন ধান ক্রয়কাজ শুরু হয়েছে। শনিবার উপজেলার বড়মানিকা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের সিরাজ রাড়ীর বাড়িতে ধান ক্রয় কাজের উদ্বোধন করেন ভোলা-২(বোরহানউদ্দিন- দৌলতখান) আসনের সংসদ সদস্য(এমপি)আলী আজম মুকুল। ওই সময় প্রতরিত না হয়ে ন্যায্যমূল্য পেয়ে কৃষক পরিবারের মধ্যে আনন্দ বিরাজ করে। উপজেলা নির্বাহী অফিসার খালেদা খানম রেখার সভাপতিত্বে ধান ক্রয়কাজ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্যে আলী আজম মুকুল এমপি কৃষকদের উদ্দেশ্যে বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের কৃষকদের প্রকৃত বন্ধু।
যেকোন সংকটকালে তিনি কৃষকদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি কৃষক বাঁচাতে বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয়ের এ নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে কোন ফরিয়া, মুনাফাখোর, দালাল এর সুবিধা নিতে না পারে। ওই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, খাদ্য কর্মকর্তা মো. আবু সাইদ, উপজেলা আ’লীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা ও ধান ক্রয় কমিটির সদস্য মো. ওমর ফারুক জানান, উপজেলায় ৬ হাজার ৭১৫ হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও ৬ হাজার ৭০ হেক্টর জমিতে বোরা উৎপাদন হয়েছে। কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২৭ হাজার ২ শত ৮০ মেট্রিকটন বোরো ধান উৎপাদন হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।