রাজধানীর তিতুমীর কলেজের বিপরীত পাশে ছয়তলা একটি ভবনের তৃতীয়তলার মিনি গার্মেন্টেসের সুইং সেকশনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৫ মে) দিনগত রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কীভাবে লেগেছে সেটা এখনও জানা যায়নি। এসময় গার্মেন্টসটিতে কেউ ছিল না।