শনিবার (২৫ মে) পঞ্চগড়-ঢাকা রেলপথে নতুন নন-স্টপ (বিরতিহীন) ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করা হবে। এরি সাথে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম ঘোষণা করা হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়বাসীর বহুল প্রত্যাশিত ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করবেন। আর বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সূজন।
শুক্রবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় স্টেশনের মূল পয়েন্ট গুলো ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ,পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান,অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) সুদর্শন কুমার রায়, পশ্চিমাঞ্চল রেলওয়ের এজিএম মোঃ শহীদুল হকসহ রেলওয়ের কর্মকর্তারা।
পঞ্চগড় এর ষ্টেশন মাষ্টার মোশারফ হোসেন জানান, শনিবার (২৫ মে) পঞ্চগড়-ঢাকা চলাচলের জন্য নতুন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।