পুর্ব শুক্রতা, না হয় ধান কাটা, জমির বিরুদ, তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষে দু-পক্ষের। এমন হেড লাইন সংবাদে প্রকাশ করা হয়, এ গ্রামের নাম তেরকান্দা রোজা তার মধ্যে পবিত্র জুম্মারদিন এটা যেন ভুলে গেছে! এমন ভাবে বলছে এ প্রতিবেদক, চার- পাঁচ কলেজে পরোয়া ছাত্ররা আজ ও কি? এরা ঝগড়া করার দিন, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আজ শুক্রবার (২৪মে) রক্তক্ষয়ী সংঘর্ষের এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়,তেরকান্দা গ্রামের ফজলু মেম্বার ও একই এলাকার নাজিউর রহমান নজু’র লোকজনের মধ্যে রমজানের শুরুতে সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে ফজলু মেম্বারের বড় ছেলে ইউসুফ গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের এ ঘটনা উভয় পক্ষের লোকজনের মধ্যে শালিস মীমাংসা হয়। গতরাতে ইউসুফ রক্ত প্রশ্রাব করার খবরে ফজলু মেম্বার এর লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ অবস্থায় শুক্রবার সকাল ৯টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন লোক আহত হয়। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটে। আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া ইনিউজ ৭১ কে বলেন, স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছিল। গত কাল রাতে ফজলু মেম্বার ছেলে ইউছুফ রক্ত প্রশ্রাব করার খবরে আজকে আবার ফজলুর ও নজূর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্হিতি শান্ত, ঘটনা স্হল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।