মায়ের দোয়া ও পূর্ণিমা রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৪শে মে ২০১৯ ০৩:০৮ অপরাহ্ন
মায়ের দোয়া ও পূর্ণিমা রেস্তোরাঁকে জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার এবং নকল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই রাজধানীজুড়ে এ অভিযান চালানো হচ্ছে।

এ অভিযানে ঢাকা মহানগরের মিরপুর এলাকায় অভিযান এবং বিপুল পরিমাণ বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ১০ হাজার টাকা ও পূর্ণিমা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মাংসের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন না করার অপরাধে সাইফুলের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, রাজীবের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, নূর হোসেনের মাংসের দোকানকে ১০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। 

উক্ত তদারকি কাজে মিরপুর মডেল থানা পুলিশ এর সম্মানিত সদস‍্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব‍্যাহত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব